Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

ভারতকে হারিয়ে সাফ শিরোপার উচ্ছ্বাসে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। তবে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন আতিকুজ্জামান, সাদ উদ্দিন, ফাহিম মোরশেদ ও জাহাঙ্গীর।
মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়।
ফাইনালের প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন মিডফিল্ডার ফাহিম মুর্শেদ। ৪৬ মিনিটে আরেক মিডফিল্ডার মোহাম্মদ শাওনের মাইনাস থেকে ফাহিমের শট বাঁ প্রান্ত দিয়ে চলে যায় জালে।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ উপভোগ করতে পারেনি বাংলাদেশ। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মিডফিল্ডার অমি অবিনাশের অসাধারণ শট ক্রসবারে লেগে জালে জড়ালে সমতা চলে আসে ম্যাচে।
বাংলাদেশ ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যেতে পারত। কিন্তু মিডফিল্ডার রেজোয়ান কবিরের ক্রস থেকে মুস্তাজেব খানের চমৎকার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
পরের মিনিটে আবার হতাশ হতে হয় স্বাগতিকদের। এবার রেজোয়ান কবিরের বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।
৩৪ মিনিটে বাংলাদেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভারতীয় গোলরক্ষক প্রবাসসুখন সিং। বক্সের বাইরে থেকে নেওয়া মুস্তাজেবের অসাধারণ শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন তিনি।
প্রতিযোগিতায় দুই দলের এটি দ্বিতীয় মুখোমুখি লড়াই। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল ভারতকে।
নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশের তরুণরা। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে পা রাখে তারা। শেষ চারে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates