- ইরান অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরমাণু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওর প্রধান আলী আকবর সালেহী এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিশেষায়িত এ হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ হাসপাতাল নির্মাণের বিষয় পুরো অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি। খবর আইআরআইবি। রেডিওমেডিসিন নামে পরিচিত তেজস্ক্রিয় উপাদান প্রয়োগে চিকিৎসার বিষয়ও তুলে ধরে সালেহী জানান, ইরানে প্রস্তুত রেডিওমেডিসিন দিয়ে ১০ লাখের বেশি রোগীর চিকিৎসা চলছে। মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই চিকিৎসায় ব্যবহারের জন্য এ জাতীয় উপাদান তৈরি করে বলেও জানান তিনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের আর কোনো দেশ রেডিওমেডিসিন তৈরি করতে পারে না। এ ছাড়া, ইরান রেডিওমেডিসিন রপ্তানি করে বলেও জানান তিনি। বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার হল পরমাণু চিকিৎসা। চিকিৎসা এবং রোগ নির্ণয় উভয় ক্ষেত্রেই এর প্রয়োগ হয়। মেডিসিনের সাথে পরমাণু পদার্থ অর্থাৎ রেডিও অ্যাকটিভ আইসোটোপ মিশিয়ে তৈরি হয় রেডিওমেডিসিন। শরীরের বিভিন্ন স্থানের রোগ চিকিৎসা এবং রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় পৃথক পৃথক রেডিওমেডিসিন। চিকিৎসায় পরমাণু প্রযুক্তি প্রয়োগ, এ-সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নধারা অব্যাহত রাখাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান ইরানের কর্তৃপক্ষ।
Home Unlabelled পরমাণু হাসপাতাল নির্মাণ করছে ইরান
পরমাণু হাসপাতাল নির্মাণ করছে ইরান
By Unknown At রবিবার, আগস্ট ১৬, ২০১৫ 0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
একটি মন্তব্য পোস্ট করুন