৮ম জাতীয় বেতন কাঠামো বাতিল ও পুনঃনির্ধারণ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যে স্বতন্ত্র বেতন স্কেল এবং ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে (মর্যাদাক্রম) নিজেদের অবস্থান নিশ্চিতের দাবির বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবস্থান অনিশ্চিত বলে মনে করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। একইসঙ্গে তাকে আর বিশ্বাস করা যায় না বলেও উল্লেখ করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। অন্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন।
অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘অর্থমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন। উনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। সুতরাং উনার কথায় আমরা আর বিশ্বাস করি না। তার কথায় আমরা আস্থা রাখতে পারছি না।’
তিনি আরো বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী কেউই এ বিষয়ে এখনো কিছু বলছেন না সেখানে অর্থমন্ত্রী যিনি কেবল একজন মন্ত্রিপরিষদ সদস্যই, তিনি বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গ্রেড-১ দেয়া যাবে না। আমরা তার কথার প্রতিবাদ জানাচ্ছি।’
শিক্ষক নেতারা অচিরেই তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন