Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

স্বামী ছাড়া মা হতে চাই: সায়নী ঘোষ


তাঁর ‘একলা চলো’ ছবিতে উঠে এসেছিল অবিবাহিত নারীর মাতৃত্ব ও সন্তানের অভিভাবকত্বের কথা৷ ছবিমুক্তির কিছুদিন পরেই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে নারীরা পেয়েছে সে অধিকার৷ এ স্বীকৃতিতে আপ্লুত সে ছবির অভিনেত্রী সায়নী ঘোষ৷ রায়কে স্বাগত তো জানালেনই, পাশাপাশি মজা করে জানিয়ে দিলেন, আমিও সিঙ্গল মাদার হতে পারি৷ ভারতীয় কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সম্প্রতি তাঁর ‘চৌকাঠ’ ছবির ট্রেলর লঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি৷ সেখানেই তিনি জানালেন সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাঁর খুশির কথা৷
‘‘ এই রায়ে খুব খুশি আমি৷ ভাবছি বছর তিনেকের মধ্যে সিঙ্গল মাদার হয়েই যাব৷আর দেশের সর্বোচ্চ আদালত যখন স্বীকৃতি দিয়েছে তখন তো কোনও সমস্যাই নেই৷উইমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা খুবই ভালো খবর৷ এবং আমাদের দেশে সুপ্রিম কোর্টের এই রায় তো খুবই ম্যাটার করে৷’’, বললেন সায়নী৷
নারীদের অধিকার নিয়ে চর্চারও সময় এসেছে বলে মনে করেন সায়নি৷ জানালেন, ‘‘ দেখ, ইউএসএ-তে গে ম্যারেজ চালু হয়ে গিয়েছে৷ কলকাতা এখনও ৩৭৭ ধারা নিয়ে লড়াই করে যাচ্ছে৷ এই নিরিখে সুপ্রিম কোর্টকে আমি খানিকটা ‘কুল’ই বলব৷ আমার মনে হয়, আমাদের দেশকে আর একটু বেশি লিব্যারাল হতে হবে৷
আমাদের দেশে এতরকমের জাতি, সংস্কৃতি, ভাষাভাষি মানুষ আছেন, নানা ধর্মের মানুষ আছেন, তো আমার মনে হয় আর একটু বড় দৃষ্টিভঙ্গি নিয়েই সবকিছু গ্রহণ করা উচিত৷’’ নারীদের বিষয় নিয়ে আরও সিনেমাও হওয়া উচিত বলে মনে করেন সায়নি৷ সেরকম সিনেমা টলিউডে এই মুহূর্তে হচ্ছেও৷ তাই সব মিলিয়ে আশাবাদী তরুণ এই অভিনেত্রী৷

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates