তাঁর ‘একলা চলো’ ছবিতে উঠে এসেছিল অবিবাহিত নারীর মাতৃত্ব ও সন্তানের অভিভাবকত্বের কথা৷ ছবিমুক্তির কিছুদিন পরেই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে নারীরা পেয়েছে সে অধিকার৷ এ স্বীকৃতিতে আপ্লুত সে ছবির অভিনেত্রী সায়নী ঘোষ৷ রায়কে স্বাগত তো জানালেনই, পাশাপাশি মজা করে জানিয়ে দিলেন, আমিও সিঙ্গল মাদার হতে পারি৷ ভারতীয় কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সম্প্রতি তাঁর ‘চৌকাঠ’ ছবির ট্রেলর লঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি৷ সেখানেই তিনি জানালেন সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাঁর খুশির কথা৷
‘‘ এই রায়ে খুব খুশি আমি৷ ভাবছি বছর তিনেকের মধ্যে সিঙ্গল মাদার হয়েই যাব৷আর দেশের সর্বোচ্চ আদালত যখন স্বীকৃতি দিয়েছে তখন তো কোনও সমস্যাই নেই৷উইমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা খুবই ভালো খবর৷ এবং আমাদের দেশে সুপ্রিম কোর্টের এই রায় তো খুবই ম্যাটার করে৷’’, বললেন সায়নী৷
নারীদের অধিকার নিয়ে চর্চারও সময় এসেছে বলে মনে করেন সায়নি৷ জানালেন, ‘‘ দেখ, ইউএসএ-তে গে ম্যারেজ চালু হয়ে গিয়েছে৷ কলকাতা এখনও ৩৭৭ ধারা নিয়ে লড়াই করে যাচ্ছে৷ এই নিরিখে সুপ্রিম কোর্টকে আমি খানিকটা ‘কুল’ই বলব৷ আমার মনে হয়, আমাদের দেশকে আর একটু বেশি লিব্যারাল হতে হবে৷
আমাদের দেশে এতরকমের জাতি, সংস্কৃতি, ভাষাভাষি মানুষ আছেন, নানা ধর্মের মানুষ আছেন, তো আমার মনে হয় আর একটু বড় দৃষ্টিভঙ্গি নিয়েই সবকিছু গ্রহণ করা উচিত৷’’ নারীদের বিষয় নিয়ে আরও সিনেমাও হওয়া উচিত বলে মনে করেন সায়নি৷ সেরকম সিনেমা টলিউডে এই মুহূর্তে হচ্ছেও৷ তাই সব মিলিয়ে আশাবাদী তরুণ এই অভিনেত্রী৷
একটি মন্তব্য পোস্ট করুন