Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

মাত্র আট সেকেন্ডে ডাউনলোড করা যাবে পুরো ছবি!

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজন আনছে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট। ভেরিজনের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারনেটের এই গতি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। সিএনএন মানি এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।
তাদের এই নতুন সেবা প্রতি সেকেন্ডে গ্রাহকদের ১০ গিগাবাইট করে ফাইল ডাউনলোড করার সুযোগ দেবে! গুগলের ‘গুগল ফাইবার’-এর চাইতে যা ১০ গুণ অধিক শক্তিশালী। আর যুক্তরাষ্ট্রের  গড় ইন্টারনেট গতির এক হাজার গুণ।
কিন্তু এই গতি আসলে কতটা দ্রুত? সহজ উদাহরণ দিয়ে খোলাসা করেছে ভেরিজন কর্তৃপক্ষ। দুই ঘণ্টার একটি সম্পূর্ণ হাই ডেফিনিশন সিনেমা ডাউনলোড করতে লাগবে ঘড়ি ধরে মাত্র আট সেকেন্ড! এক হাজার এইচডি স্টিল ছবি আপলোড করতে সময় লাগবে মাত্র দুই সেকেন্ড!
ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমেই ইন্টারনেট সেবা দেবে ভেরিজন। তারা এই প্রযুক্তির আরো বেশি উন্নতি সাধনে নিযুক্ত এখন। তাদের আশা এমন এক দিন আসবে যখন তারা গ্রাহকদের জন্য প্রতি সেকেন্ডে ৪০ থেকে ৮০ গিগাবাইট ডাউনলোড স্পিডসমৃদ্ধ ইন্টারনেট সংযোগ নিয়ে হাজির হতে পারবে।
দূরবর্তী স্থানে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার কাজে অপটিক্যাল ফাইবারের জুড়ি নেই। আর তাই ভেরাইজনসহ গুগল, কোমকাস্ট কিংবা এটিঅ্যান্ডটির মতো প্রতিষ্ঠানগুলো চাইছে ফাইবার অপটিক নেটওয়ার্ককে আরো বেশি সম্প্রসারিত করতে।
কোমকাস্ট এরই মাঝে গত মাসে যুক্তরাষ্ট্রে চালু করেছে প্রতি সেকেন্ডে ২ গিগাবাইট গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অন্যদিকে গত সপ্তাহে অ্যালফাবেট ঘোষণা দেয় তারা গুগল ফাইবার নিয়ে নতুন প্রজেক্ট শুরু করবে। এর আওতায় সান অ্যান্তনিয়োতে দ্রুতগতিসম্পন্ন নতুন ক্যাবল নেটওয়ার্ক চালু করবে।
ভেরিজন ইতিমধ্যে তাদের ল্যাবে ১০ গিগাবাইট ইন্টারনেট সংযোগের সফল পরীক্ষা চালিয়েছে। এখন শুধু বাণিজ্যিকভাবে এই সেবা চালুর অপেক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates