Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

পদ্মায় সাড়ে ৯ মণ ওজনের শাপলা মাছ!

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোমনি খাঁর হাটের মজলিশপুর গ্রামে পদ্মা নদী থেকে সাড়ে ৯ মণ ওজনের একটি শাপলা (সাঙ্গট) মাছ ধরা পড়েছে বেড় জালে। পরে মাছটি শহরের হাজি শরিয়তুল্লাহ বাজারে এনে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। এরপর ৩শ' টাকা কেজি দরে মাছটি বিক্রি করে পাওয়া গেছে ৮২ হাজার টাকা। জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, এটির নাম সাঙ্গট মাছ। একে শাপলা পাতা মাছও বলা হয়। ইংরেজিতে এ মাছের নাম স্টিং রে ফিশ।জানা গেছে, মঙ্গলবার রাতে শাপলা মাছটি মোমিন খাঁর হাটের কাছে পদ্মার মূল নদী থেকে সংলগ্ন খালে এসে স্থানীয় আতিয়ার মোল্যা ও ইকবাল মোল্যার বেড় জালে আটকে যায়। পরে মাছটি নসিমনে করে শহরের হাজি শরিয়তুল্লাহ মাছ বাজারে নিয়ে আসা হয় সকাল ১০টার দিকে। এরপর বাজারের ব্যবসায়ী মজিবর ৪০ হাজার টাকায় মাছটি কিনে কেটে বিত্রিক্র করেন।
 
গোলাকৃতির মাছটির নিচের দিকে সাদা ও উপরে কালচে ধরনের। নাক, মুখ ও চোখ দুটি ক্ষুদ্রাকৃতির। অসম্ভব তেলে ভরা মাছটির স্বাদ মাংসের মতো বলে জানান ক্রেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates