ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোমনি খাঁর হাটের মজলিশপুর গ্রামে পদ্মা নদী থেকে সাড়ে ৯ মণ ওজনের একটি শাপলা (সাঙ্গট) মাছ ধরা পড়েছে বেড় জালে। পরে মাছটি শহরের হাজি শরিয়তুল্লাহ বাজারে এনে ৪০ হাজার টাকায় বিক্রি হয়। এরপর ৩শ' টাকা কেজি দরে মাছটি বিক্রি করে পাওয়া গেছে ৮২ হাজার টাকা। জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, এটির নাম সাঙ্গট মাছ। একে শাপলা পাতা মাছও বলা হয়। ইংরেজিতে এ মাছের নাম স্টিং রে ফিশ।জানা গেছে, মঙ্গলবার রাতে শাপলা মাছটি মোমিন খাঁর হাটের কাছে পদ্মার মূল নদী থেকে সংলগ্ন খালে এসে স্থানীয় আতিয়ার মোল্যা ও ইকবাল মোল্যার বেড় জালে আটকে যায়। পরে মাছটি নসিমনে করে শহরের হাজি শরিয়তুল্লাহ মাছ বাজারে নিয়ে আসা হয় সকাল ১০টার দিকে। এরপর বাজারের ব্যবসায়ী মজিবর ৪০ হাজার টাকায় মাছটি কিনে কেটে বিত্রিক্র করেন।
Home Unlabelled পদ্মায় সাড়ে ৯ মণ ওজনের শাপলা মাছ!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
একটি মন্তব্য পোস্ট করুন