কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় বি-৫২ বোমারু বিমান মোতায়েন করার কথা বিবেচনা করছে আমেরিকা। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ারও সাঁই রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক আজ (সোমবার) এক ব্রিফিংয়ে বলেছেন, ওয়াশিংটন ও সিউল বি-৫২ বোমারু বিমান মোতায়েনের সময় এবং দিনক্ষণ নিয়ে আলোচনা করছে। পাশাপাশি আমেরিকা ও দক্ষিণ কোরিয়া চলমান পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। কিন মিন দাবি করেন, তার দেশ যেকোনো ধরনের সামরিক উস্কানির বিরোধী। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সামরিক হামলা হলে তার কঠোর জবাবে পাবে পিয়ংইয়ং।
এদিকে, কয়েকটি সূত্র জানিয়েছে, বাংকার বিধ্বংসী বোমাসহ বি-৫২ বোমারু বিমান মোতায়েনের চিন্তা করছে দু দেশ। এছাড়া, আরো কৌশলগত কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করা হতে পারে। এর বিপরীতে গতকাল খবর বের হয়েছে, উত্তর কোরিয়া সীমান্তে গোলন্দাজ ইউনিট দ্বিগুণ করেছে এবং অন্তত ৫০টি সাবমেরিন ঘাঁটি ত্যাগ করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন