সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কার্যালয়ের অভ্যন্তরে গোপনে ধারণকৃত দাবি করে, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, মন্ত্রী মহসীন আলী ‘আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা…নাইবা তুমি এলে।’ গানটির কয়েকটি লাইন গাইছেন। সেসময় তার সামনে বসে আছেন চার জন নারী ও দুইজন পুরুষ। আর অন্য একজন পুরুষকে গানটির সাথে নাচতে দেখা যায়।
গানটি শেষ হলে উপস্থিত সবাই করতালি দিয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেসময় মন্ত্রী সিগারেট হাতে হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানান।
বুধবার মাহমুদ পলাশ সুলতান নামের একজন ভিডিওটি ফেসবুকে আপলোড করে তার ক্যাপশনে লিখেন,
‘চলুন, এবার মন্ত্রীর অফিসে ১ মিনিট ১৬ সেকেন্ড একটু উঁকি দেই, দেখি কি হচ্ছে তার অফিসে? একজন মন্ত্রী যখন সচিবালয়ে অফিস করেন, তখন তিনি কিভাবে তার কাজকর্ম সম্পাদন করেন, কতজন তার সহায়তাকারী স্টাফদের কার কি কাজ প্রভৃতি বিষয়ে সাধারণ মানুষের কৌতুহল থাকে। তাদের জন্যে এই ভিডিওটা অনেকটাই চাহিদার খোরাক মেটাবে।’
এ নিয়ে ফেসবুকে বিরুপ মন্তব্য করছেন অনেকে। এদের মধ্যে…
মাহমুদ সোহান নামের একজন লিখেন, ‘নাহ, মন্ত্রী সাহেব ভালোই আছেন। সিগারেট, মদ, নারী আর সাথে গান। মন্ত্রণালয় ভালোই চলছে।’
সেলিম হোসেন নামের একজন লিখেন, ‘ভাই আপনারা সভাই যার যার মতো লিখেছেন ভালো কিন্তু আমি বলিব উনি মুক্ত চেতনার মানুষ এটা উনার গনতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা তো নিজের মত প্রকাশ করিতে পারি না।’
সাহানুর রহমান নামের একজন লিখেন, ‘এভাবেই দেশ একদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
শফিউল আজম নামের আরেকজন লিখেন, ‘সমস্যা ওখানে না, সমস্যা সামনের গ্লাসের পানির ভিন্ন ভিন্ন কালার নিয়ে।’
তবে ভিডিওটি কে ধারণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন