আবারও ভারতের সমুদ্রতটে ভেসে আসলো তিমির দেহ। তামিলনাড়ুর সমুদ্রতটে ভেসে এসেছে ৩৩ ফুট লম্বা তিমির দেহ। ৫ টন ওজনের তিমিটিকে প্রথম চিন্নাগুড়ি গ্রামের জেলেরা প্রথম দেখতে পান বলে জানিয়েছেন তামিলনাড়ুর বন আধিকারিক গোপীনাথ। তিনি জানান, নাগাপট্টিম জেলার তরঙ্গমবাড়ি
গ্রামের তটে পাওয়া গিয়েছে দেহ।
তিমিটির দেহে পচন ধরতে শুরু করায় সমুদ্রতটেই অটোপ্সি করে বন বিভাগ। যদিও, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। গত জুন মাসের শেষের দিকে মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্রতটে বেসে এসেছিল ৪০ ফুট লম্বা এক নীল তিমি। বহু চেষ্টার পরও ২০ টনের জীবটিকে ঠেলে সমুদ্রে পাঠাতে পারেনি জেলেরা। অবশেষে ১০ ঘণ্টা পর মৃত্যু হয় নীল তিমিটির।
একটি মন্তব্য পোস্ট করুন