মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের সাথে ম্যাচ চলাকালে দেশিয় আম্পায়ার তানভির আহমেদের সাথে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে নিষিদ্ধ হলেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
ম্যাচে সাকিবের দল রংপুর রাইডার্স ছয় রানের দারুণ এক জয় পায়। আবারও অল রাউন্ড পারফরম্যান্সের (৩৩ রান ও তিন উইকেট) সুবাদে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। তবে, ম্যাচে আম্পায়ারের সাথে রংপুর অধিনায়কের ঝামেলায় জড়ানোর ব্যাপারটা নজরে আসে ম্যাচ রেফারি সেলিম শহীদের।
ফলে, তার সুপারিশেই সাকিবকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে তাকে গুণতে হবে ২০হাজার টাকা জরিমানাও। ম্যাচে শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন