Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

আয় না দুজনে মিলে ওয়ান টু খেলি

দুপুর থেকেই ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তারপরও থেমে নেই নগর জীবনের ব্যবস্থা। কেউ কেউ তো রাস্তায় জমে থাকা হাঁটু পানি মাড়িয়েই গন্তব্যে ছুটছেন। আর সবার মতো, বৃষ্টি মাথায় নিয়ে আমি ছুটছি। বৃষ্টির জলে অর্ধস্নাত হয়ে পৌঁছালাম বাংলা ছবির আঁতুড়ঘরখ্যাত এফডিসিতে।

এফডিসি মানেই লাইট ক্যামেরা নিয়ে ছুটোছুটি, তারকাদের আনাগোনা আর উৎসুক জনতার ভিড়। কিন্তু আজ বৃষ্টিমুখর দিন, তাই চিরচেনা সেই পরিবেশটা নেই বললেই চলে। শুটিং ফ্লোরগুলোর আশেপাশে দু’একজন অতিরিক্ত শিল্পীর দেখা মিললেও, তারকার দেখা নেই। অনেককেই ক্যান্টিনে বসে আড্ডা দিয়ে অলস সময় পার করতে দেখা গেল।
হঠাৎ করেই ঝুম বৃষ্টি নামলো। দৌড়ে আশ্রয় নিলাম ক্যান্টিনের পেছনে অবস্থিত সাত নম্বর ফ্লোরের দরজায়। কিন্তু সেকি! এত লোক কেন? প্রথমে ভাবলাম আমার মতো বাকিরাও বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছে। তাছাড়া ফ্লোরের দরজাও ভিতর থেকে বন্ধ। হঠাৎ দেখলাম কয়েকজন সেই দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। ভিড় ঠেলে কিছুতেই দরজা অব্দি পৌঁছুতে পারছিলাম না। এমন সময় ভিতর থেকে কানে ভেসে এলো, ‘আয় না দুজনে মিলে ওয়ান টু খেলি’।
তারমানে ভিতরে কোন একটা খেলা চলছে। সে খবরটা নিতেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। কিন্তু এখানে যা হচ্ছে তা দেখে চোখ ছানাবড়া অবস্থা। কারণ ফ্লোরের একপাশে আলো ঝলমলে মঞ্চে একদল তরুণ নেচে চলেছে। তাদের মধ্যমনি স্বল্প বসনা এক নারী। এতগুলো পুরুষের চোখ তার দিকে। অথচ কি সাবলীল ভাবেই না নেচে চলেছে মেয়েটি। কখন ডানে তো কখনও বামে হেলে পড়ছেন। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর চিনতে পারলাম, নারীটি আর কেউ নয় আমাদের আইটেম কন্যা বিপাশা কবির। এভাবে কিছুক্ষণ চলার পর, নাচের ছন্দপতন ঘটলো। অমনি পাশ থেকে একজন বলে উঠলেন ‘কাট’।

মঞ্চ থেকে নেমে সোজা মেকআপ কক্ষের দিকে দৌঁড় দিলেন বিপাশা। আমিও তার পিছু নিলাম। মেকআপ রুমে ঢুকেই দ্রুত এসি চালু করতে বললেন। কারণ এতক্ষণ নেচে, ঘেমে উঠেছেন তিনি। তারপরও বিশ্রাম নিতে নিতেই জানালেন এখানে বদিউল আলম খোকন পরিচালনায় ‘রাজাবাবু’ ছবির আইটেম গানে শুটিং চলছে। আর এতে আইটেম কন্যা হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু তার তো আর আইটেম গান করার কথা নয়। কারণ ‘তালাশ’ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। শিগগিরই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।

তাহলে এই মুহুর্তে আইটেম গানে কেন? ‘আসলে তালাশে চুক্তিবদ্ধ হওয়ার পরও বেশ কিছু ছবিতে আইটেম গার্ল হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। সবগুলোকে না করে দিলেও, খোকন (পরিচালক বদিউল আলম খোকন) ভাইকে না করতে পারিনি। তাছাড়া ‘তালাশ’ এর শুটিং শুরু হতে আরো কিছুদিন সময় লাগবে। এই সময়টায় আমারও কোন কাজ নেই। তাই কাজটা করে ফেললাম’ বললেন বিপাশা।
বলে রাখা ভাল, লাক্সতারকা বিপাশা কবির শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে প্রথম আইটেমগার্ল হিসেবে পারফর্ম করেন। তারপর থেকেই ছুঁটে চলেছেন এই আইটেম কন্যা। একে একে ৩৪টি আইটেম গানের সঙ্গে পারর্ফম করেছেন তিনি। আগামীতে নিজের ছবিতেই (নায়িকা) আইটেম গার্ল হিসেবে দর্শকদের সামেন হাজির হতে চান বিপাশা।

উল্লেখ্য, বদিউল আলম খোকনের পরিচালনায় ‘রাজাবাবু’ ছবির শুটিং শুরু হয় গেল ১৪ জুন। ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও রয়েছেন ববি, মিশা সওদাগর, ডন, সাদেক বাচ্চু প্রমুখ।
অন্যদিকে ছবির একমাত্র আইটেম গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর করেছেন আলী আকরাম শুভ। আর কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি ও পুলক।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates