Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

এখন আওয়ামী লীগ-জাসদ বিভেদ সৃষ্টির সময় নয় : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের আক্রমণাত্মক বক্তব্যের জের ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা তারেকের বিরুদ্ধে শেষ আঘাত হানতে আমাদের ইষ্পাত কঠিন ঐক্য দরকার। এখন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির সময় নয়। চূড়ান্ত বিজয় এখন আমাদের সামনে। এখন আমাদের হিংসা বিদ্বেষ পরিহার করে শেখ হাসিনার নেতৃত্বে ইষ্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে, সংবিধানকে, গণতন্ত্রকে নিরাপদ করতে, সন্ত্রাসী, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলছে, সেই লড়াইয়ের শেষ প্রান্তে এখন আমরা।
আমরা ৭১’র খুনি, ৭৫’র খুনিদের যেভাবে শায়েস্তা করেছি, সেভাবে ২১ আগষ্ট’র খুনিদের, পরিকল্পনাকারীদের কেউ শক্ত হাতে শায়েস্তা করতে চাই। আর সে ক্ষেত্রে অপরাধী যেই হোক না কেন তাদেরকে রেহাই দেয়া হবে না। যারা খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে যাচ্ছেন অথবা তারেক জিয়া ২১ অগাষ্ট গ্রেনেড হামলার আসামি থেকে রক্ষা করতে চাইছেন তারা গণতন্ত্রের জন্য শুভ নয়। তাদের আন্তরিকতায় গলদ আছে।
তথ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুষ্টিয়ার ভেড়ামারায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় ৫৭ ধারা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা সাইবার জগতকে নিরাপদ করতে ও সাইবার অপরাধীদের মোকাবেলা করার জন্য একটি সাইবার অপরাধ আইন তৈরি করছি। সেটি হওয়ার পরেই ৫৭ ধারার দরকার আছে কী নাই তখন বিবেচনা করা হবে। এই মুহূর্তে ৫৭ ধারা নিয়ে কারো কোনো প্রস্তাব থাকলে আলোচনা হতে পারে।
পরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আফরোজা হক রিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ভেড়ামারা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক এস এম আনছার আলী ও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates