Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

মাইক্রোবাসের নকল গ্যাস সিলিন্ডারে ইয়াবা:


ইয়াবা ব্যবসায়ীরা মাইক্রোবাসের পেছনে নকল গ্যাস সিলিন্ডার লাগিয়ে তার ভেতরে ইয়াবা আনা নেওয়া করতেন বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক লাখ ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক তিনজনের কাছ থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।

এর আগে, রবিবার বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন, মো. ইয়ামিন, তার সহযোগী মো. সাহেদ শেখ ও মো. তুষার আহম্মেদ। তারা ইয়াবা ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। ডিবির ডিসি (উত্তর) শেখ নাজমুল আলমের নির্দেশে এডিসি মো. শাহজাহানের তত্ত্বাবধানে পুলিশ হেডকোয়াটার্সের এলআইসি শাখার সহযোগিতায় এসি মাহফুজুল আলম রাসেলের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যাত্রাবাড়ীর শ্যামপুরে ওই তিনজন একটি নীল রংয়ের নোয়া মাইক্রোবাসে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসছে। পরে ওই এলাকার সম্রাট কমিউনিটি সেন্টারের সামনে ব্যারিকেট দিয়ে তাদের আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে পেছনের নকল গ্যাস সিলিন্ডার থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি। গ্যাস সিলিন্ডারটির সঙ্গে গাড়ির কোনো সংযোগ দেওয়া ছিল না।

ডিবির যুগ্ম-কমিশনার আরও জানান, আটকরা ঢাকায় ৭-৮ জনের কাছে ইয়াবা সরবরাহ করতেন। ১৫ বছর ধরে তারা এ কাজ করছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক নাম পাওয়া গেছে। বিস্তারিত তথ্য জানার জন্য তাদের রিমান্ড আবেদন করা হবে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে যাদের নাম পাওয়া গেছে তাদের আটকের চেষ্টা অব্যাহত থাকবে। আটক ইয়ামিন এর আগেও গ্রেফতার হয়েছিল। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয় বলে ডিবির যুগ্ম-কমিশনার জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates