Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

লর্ডসকে ছাড়িয়ে গেছে বঙ্গবন্ধু ও মিরপুর স্টেডিয়াম!


১৮১৪ সালে নির্মিত হয় ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস স্টেডিয়াম। গেল বছর ২০০ বছর পূর্তি হয়েছে স্টেডিয়ামটির। যশ আর খ্যাতির দিক দিয়ে লর্ডস অনন্য। এখানে কেউ সেঞ্চুরি করলে তার নামটি অনার বোর্ডে লিখে রাখা হয়। স্টেডিয়াম হিসেবে এটি বলতে গেলে অনন্য। কিন্তু এই স্টেডিয়ামটিকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। কিভাবে? সেটা অবশ্য ম্যাচ খেলার দিক দিয়ে।
১৯৭২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত লডর্সে হয়েছে ৫৬টি ওয়ানডে ম্যাচ। ক্রিকেট বন্ধ হয়ে যাওয়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আয়োজন করেছে ৫৮টি ওয়ানডে ম্যাচ। আর ২০০৬ থেকে এ পর্যন্ত মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ৯০টি ওয়ানডে ম্যাচ।
Sher-e-Bangla_National_Cricket_Stadium
সবচেয়ে বেশি ম্যাচ আয়োজনের দিক দিয়ে মিরপুর স্টেডিয়াম রয়েছে ষষ্ঠ স্থানে। ২১৮টি ওয়ানডে ম্যাচ আয়োজন করে শারজা ক্রিকেট স্টেডিয়াম রয়েছেন সবার শীর্ষে। ১৫১টি ম্যাচ আয়োজন করে দ্বিতীয় স্থানে রয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৪৪টি ম্যাচ আয়োজন করে তৃতীয় স্থানে রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ১২০টি ম্যাচ আয়োজন করে হারারে স্পোর্টস ক্লাব মাঠ রয়েছে চতুর্থ স্থানে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ১১৮টি ম্যাচ আয়োজন করে রয়েছে পঞ্চম স্থানে। ৯০টি ম্যাচ আয়োজন করে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ষষ্ঠ স্থানে।

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের সাফল্যের হারও ভালো। ৭৫টি ওয়ানডে খেলে ৩৩টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। হার মেনেছে ৪১টিতে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates