সিরিয়া ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলার খবর পাওয়া গেছে। প্রথমে ইসরায়েলের ওপর হামলা করে সিরিয়া। পাল্টা আক্রমণ হিসেবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, লেবানন সীমান্তে ইসরায়েলের একটি গ্রামে বৃহস্পতিবার আঘাত হানে সিরিয়ার একটি রকেট। এরপর সিরিয়ার গোলান উপত্যকায় পাল্টা বিমান হামলা করে ইসরায়েল।
তবে ‘ইসলামিক জিহাদ’ নামের ওই সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে এই গোষ্ঠীটি হুমকি দিয়েছিল, তাদের অন্যতম ‘যোদ্ধা’ মোহাম্মদ আল্লানকে বন্দীদশা থেকে মুক্তি না দিলে ইসরায়েলের ওপর হামলা করা হবে।
৬৫ দিনের টানা অনশনের পর বুধবার আল্লানকে মুক্তি দিয়েছে ইসরায়েল। উল্লেখ্য, ইসলামিক জিহাদের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন আল্লান।
একটি মন্তব্য পোস্ট করুন