পশ্চিমবঙ্গে বড়সড় হামলার পরিকল্পনা করছে মাওবাদীরা। হামলা হতে পারে রাজ্যের এক 
প্রভাবশালী মন্ত্রীর উপর। একই সঙ্গে মাও টার্গেটে রয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীও। এই মর্মে রাজ্যকে নতুন করে ফের সতর্কবার্তা পাঠালো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, শুধু হামলা নয়, বড়সড় অস্ত্র ভাণ্ডার গড়ে তুলতে হামলা হতে পারে থানা কিংবা অস্ত্রগারগুলিতেও। জঙ্গলমহলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানানো হয়েছে। এই সতর্কবার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে জঙ্গলমহলসহ জেলার প্রত্যেকটি থানায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতাতেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে রাজ্যে জঙ্গি কিংবা মাও হামলা হতে পারে বলে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সতর্কবার্তায় বলা হয়, মাওবাদীরা হামলা চালাতে পারে ট্রেন কিংবা স্টেশনে। এরপরেই বিভিন্ন ট্রেন-স্টেশনে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। রেল পুলিশ এবং জেলা প্রশাসনের সঙ্গে বাড়ানো হয়েছে সংযোগও। Home Unlabelled পশ্চিমবঙ্গে বড় ধরণের হামলার পরিকল্পনা মাওবাদীদের
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
                        (
                        Atom
                        )
                      

 
একটি মন্তব্য পোস্ট করুন