Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

আবারো মঞ্চে ধূমপান করলেন সমাজকল্যাণমন্ত্রী

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও হাসি-ঠাট্টার জন্ম দেয়া সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এবার ব্রাহ্মণবাড়িয়ায় এসে সভামঞ্চে বসে শিশুদের সামনে প্রকাশ্যে ধূমপান করেছেন।
এ ছাড়া তিনি দু’টি সভায় গানও গেয়েছেন। মন্ত্রীর এমন কাণ্ডে সভায় উপস্থিত লোকজনের মধ্যে হাসির রোল পড়ে বলে জানান প্রত্যদর্শীরা।
বৃহস্পতিবার দুপুর ও বিকেলে সমাজসেবা অধিদফতরের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার চারটি প্রতিষ্ঠান ও একটি শিাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের (বালিকা) এতিমদের সাথে মতবিনিময় সভা করেন।
সভা চলাকালে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেয়ার প্রাক্কালে সভামঞ্চেই প্রকাশ্যে সিগারেট টানতে শুরু করেন এবং গান গেয়ে এতিম শিশুদের সাথে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। মন্ত্রীর এমন কাণ্ড দেখে উপস্থিত লোকজনের মধ্যে হাসির রোল পড়ে।
এ দিকে মঞ্চের কাছে কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মন্ত্রীর সাথে থাকা জনসংযোগ কর্মকর্তা ও দেহরীরা ছবি তুলতে বাধা দেন। এ সময় তারা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সৈয়দ মহসিন আলী এতিম বালিকাদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতিমখানা তৈরির স্বপ্ন দেখেছিলেন। আজ এতিমখানা হয়েছে। আজ তিনি কবরে শায়িত আছেন। বক্তব্য শেষে মন্ত্রী সরকারি শিশু পরিবারের শিশুশিল্পীদের পরিবেশিত নৃত্য উপভোগ করেন।
এ দিকে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘাটুরা এলাকায় অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করার কথা থাকলেও নির্ধারিত সময়ে সভাস্থলে আসতে না পারায় বেলা পৌনে ৩টার দিকে সভাটি বাতিল করা হয়।
এর আগে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী মঞ্চে বসে ধূমপান করেছিলেন। ওই ছবি বিভিন্ন সামাজিক ওয়েবসাইটের পাশাপাশি দেশের বিভিন্ন পত্রিকাতেও প্রকাশ হলে তীব্র সমালোচনা তৈরি হয়। এরপর মন্ত্রী তার ভুল স্বীকার করে মা চান।
এ ছাড়া মঞ্চে ঘুমিয়ে, মন্ত্রণালয়ের সভা চলাকালে ধূমপান করে, সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates