আগ্নেয়গিরি মানেই আতঙ্ক নয়। আগ্নেয়গিরির নীচে রয়েছে সোনা ও রূপার ভাণ্ডার। এমনটাই জানিয়েছেন ভূ-গবেষকরা। জিওথেমিকস জার্নালে এই দাবি করেছেন তারা।
নিউজিল্যান্ডের তাওপোসহ একাধিক আগ্নেয়গিরির নীচে কোটি কোটি ডলার মূল্যের সোনা ও রূপা রয়েছে বলে গবেষকদের দাবি। ওই অঞ্চলের কমপক্ষে ছয়টি গভীর জলাধারে এগুলো রয়েছে বলে দাবি করেছেন কয়েকজন গবেষকদের একটি দল। এছাড়াও সেখানে অন্যান্য মূল্যবান ধাতব রয়েছে বলেও তাদের দাবি।
গবেষকরা এও জানিয়েছেন, ওই জলাধারের এক একটি থেকে বছরে ২ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা ও ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের রূপা উত্তোলন করা যাবে। তবে উন্নত প্রযুক্তির ব্যবহার ছাড়া তা উত্তোলন করা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন গবেষকরা। অবশ্য সেই উন্নত প্রযুক্তিটা আসলে কী তার ব্যাখ্যা দেয়া হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন