আইভরি কোস্ট (ইঊনোসি) এবং ডিআর কঙ্গো (মোনুসকো) এলাকায় জাতিসংঘ শান্তি-রক্ষা মিশনে দায়িত্বরত বাংলাদেশি সশস্ত্র বাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে দেশের কল্যাণে তাদের অব্যাহত অবদানের প্রশংসা করে এবং বিশ্ব দরবারে তাদের অর্জিত সাফল্যে ধরে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম এবং সেনা বাহিনীর প্রধান লে. জে. আবু বেলাল মো. সফিউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির শান্তিরক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের ওপর আলোচনা হয় এবং কমিটির সদস্যরা তাদের পরিদর্শনের অভিজ্ঞতার বিবরণ দেন। এসময় তারা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার বিস্তারিত বিবরণ দেন এবং তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
আমরা গর্বিত ।
একটি মন্তব্য পোস্ট করুন