Home
Unlabelled
ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের
ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের
By
Unknown
At
সোমবার, আগস্ট ২৪, ২০১৫
0
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পরই ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ রোববার এ হুমকি দেন। তিনি বলেন, আমরাও (পাকিস্তান) পরমাণু সমৃদ্ধ দেশ। আত্মরক্ষা করতে জানি। পরে কাশ্মীরে গণভোটের দাবিও জানান সারতাজ আজিজ। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের আগে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানান সারতাজ আজিজ। পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়েও আলোচনার দাবি জানায় ইসলামাবাদ। পাকিস্তানের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানায় ভারত। সন্ত্রাস ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানায় নয়াদিল্লি। এর পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নেয় নওয়াজ শরিফ সরকার। শুরু হয় আক্রমণের পর্ব। আর এবার পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিল ইসলামাবাদ। এছাড়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারতাজ আজিজ। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ‘র’ মদদ যোগাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের কাছে এর প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন এই পাক উপদেষ্টা। কাশ্মীর নিয়ে ভারতকে খোঁচা দিয়ে আজিজ বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের যদি মাথাব্যাথা না থাকে, তাহলে উপত্যকায় সাত লাখ সেনা কেন মোতায়েন করেছে ভারত সরকার?
একটি মন্তব্য পোস্ট করুন