Home
Unlabelled
গঙ্গার পর এবার পদ্মাপাড়ে যাচ্ছেন সানি
গঙ্গার পর এবার পদ্মাপাড়ে যাচ্ছেন সানি
By
Unknown
At
সোমবার, আগস্ট ১৭, ২০১৫
0
- দেশের পর এবার ওপার বাংলা মাতাতে যাচ্ছেন সানি লিয়নে। চলতি বছরে আগামী সেপ্টেম্বর মাসেই ঢাকায় একটি কনসার্টে যোগ দেবেন সানি। শুধু যোগ দেওয়া নয়, মঞ্চও মাতাবেন তিনি। সম্ভবত সঙ্গে থাকবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।
- জানা গিয়েছে, সানির চাহিদার কারণে অনুষ্ঠানে টিকিটের ন্যূনতম দাম ধার্য করা হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। তাতেও টিকিটের চাহিদা রয়েছে। টিকিটের আবদারে এখন থেকেই উদ্যোক্তাদের কাছে ফোন আসতে শুরু হয়ে গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন