Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

কামরুলের উপর প্রধানমন্ত্রী মনোক্ষুন্ন

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের উপর ক্ষেপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রীকে বলেছেন, তোমাদের কর্মকান্ডের জন্যই আজ সরকারের অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে।


বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। বৈঠকে উপস্থিত দু’জন মন্ত্রী জানান, মন্ত্রিসভা বৈঠকের আলোচনা সূচি শেষ হওয়ার পরই খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর আসনের কাছে যান। তিনি প্রধানমন্ত্রীকে একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আমি আর যাবো না। তোমাদের কর্মকান্ডের কারণে আমার সরকার সমালোচিত হচ্ছে। মন্ত্রণালয়ের কেনা পচা গম নিয়ে অনেকেই সরকারের সমালোচনা করছে। এর ফলে সরকারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিল থেকে খাদ্যমন্ত্রণালয় আড়াই লাখ মেট্রিক টন গম আমদানি করে। এই গম দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানো হয়। ওই গম পচা ও খাওয়ার অনুপযোগী বলে বিভিন্ন খাদ্য গুদাম থেকে অভিযোগ আসে। পচা গম আমদানি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হতে থাকে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ঝড় উঠে।
টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ), সুজন (সুশাসনের জন্য নাগরিক), পত্র-পত্রিকার সংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ-এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পচা গম আমদানির কড়া সমালোচনা করে বলেন, এসব পচা গম আওয়ামী লীগের লোকজনকে খাওয়ানো হোক। তারা দেশের টাকা খেয়ে খেয়ে মোটা হয়েছে। পচা গম খেয়ে আরও মোটা হবে। এই পচা গম আমদানির কারণে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মন্ত্রিত্ব ঝুঁকির মুখে পড়ে। সম্প্রতি মন্ত্রিসভা রদবদলের সময় অনেকেই আশঙ্কা করেছিলেন, কামরুল ইসলাম মন্ত্রিসভা থেকে ছিটকে পড়বেন।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates