ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশকে হত্যার মূল পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন : সাদেক আলী ও আমিনুল মল্লিক। র্যাবের ভাষ্য, আটকরা ঢাকায় ব্লগার অভিজিৎ রায় ও সিলেটের অনন্ত বিজয় দাশ হত্যার সঙ্গে জড়িত এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, সোমবার রাতে রাজধানীর ধানমণ্ডি ও নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন। হত্যায় জড়িত অভিযোগে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করে র্যাব। ফারাবীকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়।
১২ মে সকালে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। ওই দিন রাতে বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রতেশ্বর দাশ
অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। প্রায় তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের এক স্থানীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন