অবৈধ মোবাইল সংযোগ বন্ধে শিগগির সারা দেশে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
নিবন্ধনহীন সিম খুব দ্রুত বাজেয়াপ্ত করা হবে জানিয়ে তারানা হালিম বলেন, ‘বিটিআরসির একটি মোবাইল টিম আছে। এই টিমের মাধ্যমে আমরা সাত দিনের কর্মসূচি নিয়ে দেশের সব আনরেজিস্টার্ড সিম চিহ্নিত করে বাজেয়াপ্ত করব। একই সঙ্গে নিবন্ধনহীন সিম বিক্রেতাদের ধরে আইনের আওতায় আনব।’
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় প্রতিমন্ত্রী বলেন,‘একটি চক্র নিবন্ধনহীন সিম বিক্রি করছে এবং তা ব্যবহার করছে। এই অবৈধ মোবাইল সংযোগ বন্ধে শিগগিরই সারা দেশে অভিযান চালানো হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আমাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।’
শোকসভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন