ইন্ন্যাকা আলা কুল্লি শাইয়্যিন কাদির । অরথ-মহান আল্লাহ পাক সকল বিষয়ের উপর ব্যাপক ক্ষ্মতাসম্পন্ন।
একদা রাসুলে পাক হযরত মুহাম্মাদ (সা.) মসজিদে নববীতে বসে সাহাবাদের সহিত আলোচনায় ব্যস্ত ছিলেন। এমন সময় ইবলীশ হাজির হল। ইবলীশকে দেখে রাসূল (সা.) বললেন "কিরে পাপিষ্ঠ কোথা থেকে এলি?" তখন ইবলীশ বলল "কই আমিতো পাপী না। আমি এমন একটি দোআ জানি যেটি খাশ নিয়তে তাওবা ও দূরুদ শরীফের সহিত দিল খুলে একবার পাঠ করলে সে হাসতে হাসতে অনায়াসে জান্নাতে যেতে পারবে।" তখন রাসূল (সা.) চিন্তিত হলেন। এরি মধ্যে ওহী বাহক হযরতে জিব্রাইল (আ.) হাজির হলেন এবং সালাম দিয়া বললেন "ইয়া মহান আল্লাহ পাকের হাবীব, ইবলীশ ঠিকই বলেছে। আরশীল আযীমে ৭ম আসমানে মহান আল্লাহ পাকের কূদরতি কালি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাৎপর্য সহদোআটি লেখা আছে। সেটি হল-ইন্ন্যাকা আলা কুল্লি শাইয়্যিন কাদির। যাহা আপনার উম্মত খাশ নিয়তে তাওবা ও দূরুদ শরীফের সহিত দিল খুলে একবার পাঠ করলে সে হাসতে হাসতে অনায়াসে জান্নাতে যেতে পারবে। দোয়াটি আপনার উম্মতের জন্য রহমত স্বরূপ এবং মহান আল্লাহ পাকের অপরিসীম ক্ষ্মার অন্যতম দৃষ্টান্ত"। তবে ইবলীশের জন্য পরিতাপের বিষয় হল-কিয়ামতের ৫০০ শত বছর পূর্বে ইবলীশ দোআটি ভূলে যাবে। সে পাঠ করতে পারবে না বরং জাহানামে যাবে।
একদা রাসুলে পাক হযরত মুহাম্মাদ (সা.) মসজিদে নববীতে বসে সাহাবাদের সহিত আলোচনায় ব্যস্ত ছিলেন। এমন সময় ইবলীশ হাজির হল। ইবলীশকে দেখে রাসূল (সা.) বললেন "কিরে পাপিষ্ঠ কোথা থেকে এলি?" তখন ইবলীশ বলল "কই আমিতো পাপী না। আমি এমন একটি দোআ জানি যেটি খাশ নিয়তে তাওবা ও দূরুদ শরীফের সহিত দিল খুলে একবার পাঠ করলে সে হাসতে হাসতে অনায়াসে জান্নাতে যেতে পারবে।" তখন রাসূল (সা.) চিন্তিত হলেন। এরি মধ্যে ওহী বাহক হযরতে জিব্রাইল (আ.) হাজির হলেন এবং সালাম দিয়া বললেন "ইয়া মহান আল্লাহ পাকের হাবীব, ইবলীশ ঠিকই বলেছে। আরশীল আযীমে ৭ম আসমানে মহান আল্লাহ পাকের কূদরতি কালি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাৎপর্য সহদোআটি লেখা আছে। সেটি হল-ইন্ন্যাকা আলা কুল্লি শাইয়্যিন কাদির। যাহা আপনার উম্মত খাশ নিয়তে তাওবা ও দূরুদ শরীফের সহিত দিল খুলে একবার পাঠ করলে সে হাসতে হাসতে অনায়াসে জান্নাতে যেতে পারবে। দোয়াটি আপনার উম্মতের জন্য রহমত স্বরূপ এবং মহান আল্লাহ পাকের অপরিসীম ক্ষ্মার অন্যতম দৃষ্টান্ত"। তবে ইবলীশের জন্য পরিতাপের বিষয় হল-কিয়ামতের ৫০০ শত বছর পূর্বে ইবলীশ দোআটি ভূলে যাবে। সে পাঠ করতে পারবে না বরং জাহানামে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন