Top Menu

Beauty

Breaking News

মিয়ানমারের সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ নোবেল বিজয়ী তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে দিল।

রাজধানীর জুরাইনে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন



Computer Hope guy holding CH logo
Computer Hope guyComputer Hope

সালমান খানের ৫০তম জন্মদিন আজ

আজ বলিউড সুপার স্টার সালমান খানের ৫০তম জন্মদিন। এদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সালমান। জীবনসঙ্গী কে হবে তার জন্য আজ পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতেই হবে। তবে ধারণা করা হচ্ছে সেই সৌভাগ্যবান নারী হচ্ছেন রোমানিয়ান টিভি তারকা ও তার গার্লফ্রেন্ড লুলিয়া ভেঞ্চুর। এদিকে, উচ্চ আদালতের রায়ে সালমানের মুক্তি মিললেও হিট অ্যান্ড রান মামলা এবার উঠছে সুপ্রিমকোর্টে। এর আগেই সালমান বলেছিলেন, শিগগির কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে। সালমানের সঙ্গে তার গার্লফ্রেন্ড লুলিয়া ভেঞ্চুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে। তাহলে কি সত্যিই এবার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সালমান?
বলিউডের একটি সূত্রের দাবি অনুযায়ী, হয়তো ৫০তম জন্মদিনেই পরিবার এবং তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের বিশেষ নারী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান। এদিকে, হিট অ্যান্ড রান মামলাটি এবার উঠছে সুপ্রিমকোর্টে। সালমানের মুক্তির রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের কাছে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। ৫০তম জন্মদিন উপলক্ষে প্রকাশ পাচ্ছে তার প্রথম আত্মজীবনী। বইটি লিখেছেন জসিম খান নামের দিল্লির একজন সাংবাদিক। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন ইন্ডিয়া। সালমানের আত্মজীবনীমূলক এ বইয়ের নাম বিইং সালমান। বইটিতে থাকবে তার ব্যক্তিগত এবং পারিবারিক অনেক অজানা তথ্য।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর, ভারতের মধ্যপ্রদেশের ইনদোরে জন্ম হয় সালমান খানের। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান এবং মা সালমা খান। সালমানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। পরে সিনেমায় অভিনয়ের জন্য নাম পরিবর্তন করে রাখা হয় সালমান খান। নিজেকে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষ বলে পরিচয় দেন এ অভিনেতা। সালমানের সৎ মা অভিনেত্রী হেলেন। তার ভাই আরবাজ খান, সোহেল খান এবং বোন আলভিরা খান। এছাড়া আছেন পালক বোন অর্পিতা খান।
১৯৮৯ সালে সুরাজ বার্জাতিয়া পরিচালিত ম্যায়নে পেয়ার কিয়া সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় সালমান খানের। এরপর ১৯৯০ সালে মুক্তি পায় তার পরবর্তী সিনেমা বাঘি : অ্যা রেবেল ফর লাভ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমানকে। সাজন, হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, জড়ুয়া, হাম দিল দে চুকে সানাম, হাম সাথ সাথ হ্যায়, তেরে নাম, দাবাং, এক থা টাইগার, ওয়ান্টেড, কিক, বজরঙ্গি ভাইজানসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়ে ভক্তদের ভালোবাসা পেয়েছেন তিনি। পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের সুপারস্টার হিসেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ

Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates